ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তার অধিদপ্তরের অভিযান

জেলা

 

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ

কিশোরগঞ্জ ভোক্তা অধিকারের বাজার তদারকি অবস্থায় তাড়াইল বাজারের এক ডায়াগনস্টিক সেন্টার ও এক বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ তাড়াইল উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা কালে দি হেলথ কেয়ার এন্ড কনসালটেশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ প্যাথলজিক্যাল টেষ্ট ব্যবহার এবং সেবা গ্রহীতাদের অর্থ ও স্বাস্থ্য হানির অবহেলায় ৪০,০০০/ টাকা ও উৎপাদন মেয়াদ ও উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ না করা এবং মূল্য না থাকায় হৃদয় ফুড প্রোডাক্ট কে ৩,০০০/ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর নির্দেশক্রমে, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও জেলা পুলিশের উপপরিদর্শক ইলিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি তদারকি টিমের সার্বিক সহযোগিতায়, বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জের এ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *