নিজস্ব প্রতিনিধি:
তাসকিন আহমেদ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলেন। তিনি সাধারনত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও ওডিআই ম্যাচ খেলে থাকেন। তার খেলার দক্ষতা সম্পর্কে অবগত নয় এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতেই যেন উরন্ত ফর্মে রয়েছেন পেসার তাসকিন।
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করলেও এর আগে কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েও অংশগ্রহণ করেননি তাসকিন। গতবছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ডাক পেয়েছিলেন তিনি। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে ডাক পান তিনি। তবে জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেলেও ঠিক একই কারণে খেলেননি ইংলিশ কাউন্টিও।
তবে জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জিম্বাবুয়ে যান তাসকিন। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তিনি। শুরুটাও ছিল চোখে পড়ার মতোই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
এর মধ্যেই এলো আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি ২৪ জুলাই শনিবার নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। তবে ডাক পেয়েও শ্রীলঙ্কাতে খেলতে যাবে কিনা তা এখনো নিশ্চিত করেননি তাসকিন।
আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসর। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।