মোঃ শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সি আই পি) ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ধামরাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের ৪শত নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা।
১৯ আগস্ট শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সি আই পি) ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান অর্ধশতাধিক গাড়ি ও ৪ শতাধিক নেতা কর্মী নিয়ে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেস হোসেন। সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান সাধারণ সম্পাদক সানাউল হক সুজন।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামীলীগ মাসব্যাপী ধামরাইয়ের প্রতিটি ইউনিয়ন, পৌরসভাসহ স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসায় চলমান দোয়া মিলাদ ও আলোচনা সভাসহ গণভোজের আয়োজন করেন।