সমীর রায়, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পৌর ছাত্রলীগের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় একটি র্যালি উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতিহা পাঠ করে ৭৫ এর ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব, সহ-সভাপতি শেখ জুলকার নাঈম, সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোছা, সাংগঠনিক সম্পাদক ইসলাম সজলসহ আরো অনেকে।