টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বল্প মূল্যে ডাল ও তেল টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেছে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান।
আজ বেলা ১২ টার দিকে টাঙ্গাইল শহরের শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান।
এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে থেকে ১.৬৮.৭১৩ জনের মাঝে সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার ও পৌরসভার ১৮টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ সামগ্রী বিতরণ করা হয়।