টাঙ্গাইল প্রতিনিধি:
বৃষ্টি উপেক্ষা করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো: ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর সভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৮ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।