টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপি-জামাতের, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় পৌর শহরের পৌর উদ্যান থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিরালা মোড়ে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোহের এমপি, সোহেল হাজারী এমপি, ছানোয়ার হোসেন এমপি, ছোট মনি এমপি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।