নিজস্ব প্রতিনিধি:
টরন্টোতে নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। বহিষ্কৃত চীনা কূটনীতিকের নাম ঝাও ওয়েই। গতকাল সোমবার কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে।
বেইজিংয়ের সমালোচক কানাডিয়ান আইনপ্রণেতাকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কানাডা ও চীনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। কূটনৈতিক বহিষ্কারের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আমরা মেনে নেব না।
মেলানিয়া জোলি এক বিবৃতিতে চীনা কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, “আমরা আমাদের দৃঢ় সংকল্পে অটল যে আমাদের গণতন্ত্র রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
মেলানিয়া জোলি বলেন, কানাডায় বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এমন আচরণে লিপ্ত হয় তাহলে তাদের বহিষ্কার করা হবে।
কানাডার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে চীন। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বেইজিং। টরন্টোতে চীনা কনস্যুলেটের কর্মকর্তাকে পাঁচ দিনের মধ্যে কানাডা ত্যাগ করতে বলা হয়েছে, ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।
কানাডার আইন প্রণেতা মাইকেল চং ২০২১ সালের ফেব্রুয়ারিতে চীনের জিনজিয়াং অঞ্চলে বেইজিংয়ের কর্মকাণ্ডকে গণহত্যা হিসাবে নিন্দা করার জন্য ভোট দিয়েছিলেন, স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে। এই কারণে, চীনা গোয়েন্দা সংস্থা মাইকেল চং এবং তার আত্মীয়দের হংকং-এ নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল। এই ঘটনার জেরে চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা।