টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ডেগার, ১টি কাচিসহ লুণ্ঠিত ৫টি মোবাইল ফোন এবং নগদ ৪৭ চল্লিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, সাগর শেখ (২৪), সাগর শেখ (২৪), শান্ত দাস (১৯), হাসেম (২৩), শ্যামল আহমদ (২১), শাহীন(২০)। তারা দীর্ঘদিন যাবত মহাসড়কে যাত্রীবেশে, পথচারী সেজে, টার্গেট শনাক্ত করে সঙ্গবদ্ধভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ডাকাতি করে থাকে।
টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অজ্ঞাতনামা ৭/৮ জন আন্তঃজেলা ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে ১টি গাড়ী ভাংচুর করে ৫টি মোবাইল ও নগদ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহযোগীতায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত অন্তঃজেলা ডাকাত দলের সক্রিস্য ৬ সদস্যকে গ্রেফতার করে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।