টঙ্গীতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গীতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা

টঙ্গী প্রতিনিধি :
‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে টঙ্গীবাজার হাজী মার্কেট এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করেন গাজীপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী আলাউদ্দিন ভুঁইয়া।

টঙ্গীবাজার হাজী মার্কেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, জুয়েলার্স ব্যবসায়ী সুদীপ বাবু, প্রদীপ সাহা, মনির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমানসহ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে শোভাযাত্রার কার্যক্রম সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *