টঙ্গী প্রতিনিধি:
শিল্প নগরী টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আজ দুপুরে নগরী ৪৬নং ওয়ার্ডে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিশেষ র্যালীর আয়োজন করে নগর কর্তৃপক্ষ।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেও ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করেন সিটি মেয়র।
এসময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশন নানা প্রদক্ষেপ গ্রহন করেছে। ইতিমধ্যে পোষ্টার, লিফলেট, স্টিকার লাগিয়ে এবং মাইকিং করে নগরবাসীকে সচেতন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত পরিমান মসক নিধন ঔষধ সকল ওয়ার্ডে বিতরন করা হয়েছে এবং নিয়মিত বিতরন করা হচ্ছে। ১৩০টি ফগার মেশিন, ২টি ভেহিকেল মাউনটেন ফগার মেশিন ও ২৬৫টি স্প্রে মেশিন ক্রয় করা হয়েছে। আরও ৬০টি ফগার মেশিন ও ৫০টি স্প্রে মেশিন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। সিটি করপোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে ৩টি নগর মাতৃসদন ও ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এপর্যন্ত ৮টি অঞ্চলে ১৭টি মোবাইল কোর্ট এবং ১৪০টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে যা চলমান থাকবে। ১৯ আগস্ট পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ৯১৭জন ডেঙ্গু রুগী শনাক্ত হয়েছে বলেও নিশ্চত করেন সিটি মেয়র।