টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ৫ আগস্ট শনিবার দিবাগত রাতে মাছিমপুর মিলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাদশা (১৯), ফয়সাল (১৯), ফরহাদ (৩৮), কালু (২৫), শুক্কুর (২৩), লিটু ওরফে হিটু মিয়া (৩২), বাবু (২৮) ও আল আমিন (২৪)। এরা টঙ্গীর বিভিন্ন জায়গায় ভাড়া থেকে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করতো।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, শনিবার রাত সাড়ে ১২টার সময় টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর পিপলস সিরামিক্স গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের আট সদসকে গ্রেপ্তার করা হয়। আসামীদের নিকট থেকে সাতটি চাকু এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।