টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

জেলা

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ২ আগস্ট বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জাহিদ মিয়া (১৯), হৃদয় (২২), সোহেল খান (২৫), সোহাগ মিয়া (২২), ইসমাইল (৩০), ফরহাদ হোসেন (২৬) ও মেহেদী হাসান (১৯)।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইলগেট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে উল্লেখিতদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা টঙ্গীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম সংগঠিত করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *