চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ধিলগর এলাকায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২.১৯ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই বুধবার দুপুরে ধিলগর থেকে জলাহার পর্যন্ত এই রাস্তার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
রাস্তাটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাঁপাইনবাবগঞ্জ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর মিনহাজসহ অন্যরা।
উদ্বোধন শেষে কাঁচা রাস্তাটি পরিদর্শন করে স্থানীয়দের অন্যান্য সমস্যার খোঁজখবর নেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এলাকার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।