নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন বা বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর, সর্দি, চোখের সংক্রমণ এখন ঘরে ঘরে। যদিও এটি কিছুদিনের মধ্যে ভাল হয়ে যায় তবে প্রায় সবাই একটি অদ্ভুত স্নায়ু রোগে আক্রান্ত হয়। ডাক্তাররা বলছেন, জিবিএস বা গিলান-বারে সিনড্রোমের দেখা মিলেছে।
এ ক্ষেত্রে জ্বর সেরে গেলেও হাত-পায়ে ব্যথা, কাঁপুনি এমনকি পক্ষাঘাতও এ রোগের লক্ষণ হতে পারে। কারো কারো আবার তাদের মুখের একপাশে অবশও হয়ে যায়।
এই সংক্রামক জ্বর থেকে সেরে ওঠার পর অনেক মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন অনেক চিকিৎসক।
হার্ভার্ড হেলথের মতে,স্নায়ুর এই জটিল রোগ গিলান-বারে সিন্ড্রোমের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে ফিজিয়োথেরাপ এই রোগের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে।
চিকিৎসকরা বলছেন, এ রোগ থেকে মুক্তি পেতে সময় লাগলেও এটি কোনো প্রাণঘাতী রোগ নয়। তবে এটি ব্যক্তিবিশেষে আবার গুরুতর হতে পারে।
এর লক্ষণগুলো হলো-
হাত-পায়ের আঙুলে, পাতায় ঝিঁঝি ধরা, পিন ফোটার মতো অনুভূতি সব সময় সাধারণ নাও হতে পারে। এক্ষেত্রে পায়ের পাতা অবশ হতে হতে ক্রমশ দেহের উপরের দিকও অসাড় হয়ে যাওয়ার ফলে হাঁটাচলায় অসুবিধা হতে পারে। মুখের একপাশ ধীরে ধীরে অসাড় হয়ে যাওয়ায় অনেকের কথা বলতে ও খেতে সমস্যা হতে পারে। এই রোগে আক্রান্ত হলে চোখের মণিও স্থির হয়ে যেতে পারে।
যেহেতু শরীরে তেমন কোনো শক্তি থাকে না, ফলে মলমূত্র ত্যাগ করতেও সমস্যা হতে পারে। এছাড়া অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।