নিজস্ব প্রতিনিধি:
লিওনেল মেসি এমন মাপের ফুটবলার যে তার কোনো বাস্তব প্রমাণ নেই। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিলেন তিনি। নউ ক্যাম্পে তার আশ্চর্যজনক পারফরম্যান্সের জন্য তাকে একজন ছোট জাদুকর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপর গত বছর কাতার বিশ্বকাপে যা করলেন মেসিকে নিয়ে গেলেন অমরত্বে! ৩৬ বছরের হাহাকার আর আক্ষেপের পর স্বপ্নের বিশ্বকাপ জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। স্বপ্নের শিরোপা চুম্বন করলেও মেসির ক্লাব ফুটবলে সময় দুর্বিষহ হয়ে ওঠে! যা হয়তো কখনো কল্পনাও করেননি ঠিক যেন তাই মেসিকে দেখতে হলো প্যারিস সেইন্ট জার্মেইতে! যে কারণে শেষ পর্যন্ত প্যারিস ছেড়ে ক্যারিয়ারের গোধূলিতে নতুন করে ঠিকানা গড়েন ইন্টার মিয়ামিতে।
যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির প্রথম ম্যাচ। কিন্তু গ্যালারি দেখে তা বলবে কে! তার পায়ে বল গেলেই গ্যালারিতে ‘মেসি, মেসি’ রব। সেই উন্মাদনায় আরও জোয়ার বইয়ে দিতেই যেন আর্জেন্টিনার সর্বজয়ী মহানায়ক মেলে ধরলেন জাদুর পসরা।
ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে রূপকথার নায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে কেমন করবেন? সটাই ছিল ফুটবল বিশ্লেষকদের দেখার বিষয়। কিন্তু নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে নতুন মেসিকে দেখছেন ভক্তরা! মূলত, এলএম টেনের জাদুতে ভর করে এক ম্যাচে জয় উপভোগ করছে ইন্টার মিয়ামি। সোমবার লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে ডালাসের বিপক্ষে জোড়া গোল করে দলকে দারুণ জয় এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার। একটি উচ্চ-স্কোরিং থ্রিলারের শেষ লেগে, মেসির ফ্রি কিক থেকে আরেকটি দুর্দান্ত গোল মিয়ামিকে ৪-৪ সমতায় দেখায়। তারপর টাই ব্রেকারে জয়। সেখানেও গোল করেন এলএম টেন। তবে ফ্রি কিক থেকে মেসির দর্শনীয় গোলের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় লিগ কাপের শেষ ষোলোতে এফসি ডালাসের মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। ম্যাচের শুরুতেই দেখা যায় মেসির গোল। সাত মিনিটে বক্সের বাইরে থেকে দ্রুত শটে গোল করেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
অথচ শেষ কবে জয় পেয়েছিল তাই যেন ভুলতে বসেছিল মিয়ামির ভক্ত-অনুরাগীরা। কিন্তু মেসির যোগদানের পর টানা চার ম্যাচে জিতে তারা। সবটিতেই জয়ের নায়ক এলএম টেন। যার মধ্যে টানা তিন ম্যাচে করেন জোড়া গোলের রেকর্ড! মিয়ামিতে যে এখন মেসির শো-ই চলছে তা বললে মোটেও অতুক্তি হবে না।