জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যান সংগঠনের নতুন কমিটি গঠন

জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যান সংগঠনের নতুন কমিটি গঠন

জেলা

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শক কল্যান সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে, সভাপতি পদে প্রকৌশলী মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী জিএম শফিউল আলম আরজু কে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ, প্রকৌশলী ফজলুর রহমান বাবুল ও প্রকৌশলী আমানুর রহমান।
সহ সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এহসানুল আলম, অর্থ সম্পাদক পদে প্রকৌশলী আজিজুর রহমান (আজিজ), সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী এজাজুল হক কানন, ক্রীড়া সম্পাদক পদে প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যান সম্পাদক পদে প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে প্রকৌশলী মোঃ শেখ জাবেদ ও দপ্তর সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমান সোহানকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল গাংচিল রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যান সংগঠনের ইফতার মাহফিলের পর জেলা আওয়ামী লীগের সহ- সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আইডিবির সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে প্রকৌশলী মোঃ কামরুজ্জামানকে আহ্বায়ক ও প্রকৌশলী জিএম শফিউল আলম আরজু কে সদস্যসচিবের দ্বায়িত্ব দিয়ে আগামী দু’বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি করার ক্ষমতা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ, শহরের গণমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার ৬ মে সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যান সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *