জামিন পেলেন অভিনেত্রী মাহিয়া মাহি

জামিন পেলেন অভিনেত্রী মাহিয়া মাহি

জাতীয় বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেফতার অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহিয়া মাহি ওমরাহ পালনের সময় জানতে পারেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যার কারণে তিনি দেশে ফিরেছেন। এছাড়া, তিনি ৯ মাসের গর্ভবতী এবং একজন সেলিব্রিটি, তাই তার পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এই তিনটি বিষয় বিবেচনা করে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট সাদাত আরও জানান, তাকে আগে আদালতে তোলা হলেও তার জামিন চাওয়া হয়নি। এ কারণে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন আমরা জামিন চাই এবং বিচারক তা মঞ্জুর করেন। আশা করছি, রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
এর আগে বিকেলে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় মাহির বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকার জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *