ডেস্ক রিপোর্ট ঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। শফিকুর রহমানের জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. শফিকুর রহমান আসাদুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক আসামিপক্ষের জামিনের আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করে সিটিটিসি দল। আমিরকে নিজ বাসভবনে জঙ্গি সভা করা, জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা এবং বান্দরবানে জঙ্গিদের সঙ্গে বৈঠকের পর অজ্ঞাত স্থানে ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুকিয়ে রাখাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়।