জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন মাহি

জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন মাহি

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি এখন চলচ্চিত্র থেকে সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু ক্ষমতাসীন দল তাকে মনোনয়ন দেয়নি।

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৬টি ইউনিয়ন, ২টি পৌরসভার প্রতিটি স্থানে তিনি নির্বাচন করছেন। ভোটারদের কাছে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

মাহি বলেন,‘এখানে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তাছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।’

উল্লেখ্য, মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *