জবি শিক্ষকের বাসায় পরিকল্পিত চুরি

জবি শিক্ষকের বাসায় পরিকল্পিত চুরি

শিক্ষা

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের বাসায় রুমের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গাজীপুরের বাসন থানার নিকিপাড়া এলাকায় তার নিজ বাসার সিসি ক্যামেরা বন্ধ করে এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করছেন ওই শিক্ষক।

রোববার (৬ আগস্ট) গাজীপুরের বাসন থানায় ওসি আবু সিদ্দিক এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে একটি অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ‘আমার (অধ্যাপক মিল্টন বিশ্বাস) বাসায় স্থাপিত সিসি ক্যামেরা কে বা কাহারা কৌশলে নষ্ট করিয়া দরজার তালা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া রুমের ভিতরে থাকা আনুসাঙ্গিক মালামাল উলট পালট করিয়া রুমের ভিতরে থাকা সিসি ক্যামেরার ডিভিআর, মনিটর, ওয়াইফাই রাউটার, বাসার বিদ্যুৎ সংযোগ, টেবিল ফ্যানসহ আরোও অন্যান্য মালামাল চুরি করিয়া নিয়া যায়।’

অভিযোগপত্রে আরও বলা আছে, গত ০৪ আগষ্ট রাত অনুমান ১১.৩০ ঘটিকার পর হইতে ০৬ আগষ্ট সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে অস্ত্র অভিযোগ দায়ের করিলাম।

এবিষয়ে ভুক্তভোগী অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, হঠাৎ আমার গাজিপুরের বাসার ক্যামেরার সংযোগ পাচ্ছিলাম না। তারপর বাসায় গিয়ে দেখতে পেলাম রুমের তালা ভাঙ্গা আর পুরো ঘর অগোছালো অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ক্যামেরাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গিয়েছে। আমার মনে হয় একটা পক্ষ চায় না যেন আমি এখানে থাকি। তাই এটা তাদের পক্ষ থেকে একটা সিগন্যাল যেন এখানে আমার থাকার আগ্রহ কমে যায়। এই ঘটনায় বাসান থানায় অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *