নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে। রোববার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যাব সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জঙ্গিবাদ দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ২০০১ সালে ক্ষমতায় থাকা বিএনপি বাংলাদেশকে জঙ্গিবাদের স্বর্গে পরিণত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করে। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ কখনো কোনো দেশের উন্নতি করতে পারে না।’
তিনি আরও বলেন, মাদক, অগ্নিসংযোগ, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রেই র্যাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। পাহাড়ে জঙ্গিদের বিরুদ্ধেও র্যাব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গিদের নেটওয়ার্কর্ ধরতে সক্ষম হয়েছে।
র্যাব মানুষের আস্থা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, ‘সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। র্যাবসহ আমাদের সকল গোয়েন্দা সংস্থাকে তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।ডিজিটাল বাংলাদেশ করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের অকল্যাণের জন্য নয়। এটা সবার মনে রাখা উচিত।’