ছেলের হাতে মা খুন

ছেলের হাতে মা খুন

জেলা

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে নিজের মাকে গলাকেটে হত্যার পর পাশে বসে থাকেন ছেলে শাখাওয়াত হোসেন মাসুদ।  আজ দুপুর ১২টার দিকে নগরীর কোনাবাড়ীর কলেজগেট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জ্যোৎস্না বেগম (৬০) কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি এলাকার মৃত খলিলুর রহমানের স্ত্রী। দুপুরে শাখাওয়াত হোসেন মাসুদ (৩০) কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন শাখাওয়াত হোসেন মাসুদকে চিকিৎসার জন্য তিনদিন আগে কোনাবাড়ীর কলেজগেট এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে নিয়ে আসেন মা জ্যোৎস্না বেগম।আজ দুপুর ১২টার দিকে মাকে রুমে ডেকে নিয়ে দরজা আটকে দেন মাসুদ। সবাই ডাকাডাকি করলেও ঘরের দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভেতর প্রবেশ করে বাসার লোকজন। ভেতরে প্রবেশ করে দেখা যায় বটি দিয়ে জ্যোৎস্না বেগমের ঘাড় থেকে গলা বিচ্ছিন্ন করে পাশে বসে আছেন ছেলে শাখাওয়াত হোসেন মাসুদ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন বলছে মাসুদ মানসিক প্রতিবন্ধী, তবে আমি এটা একেবারে নিশ্চিত করে বলতে পারবো না। খবর পেয়ে থানা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাসুমকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *