নিজস্ব প্রতিনিধি:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ব্যক্তিগত জীবনে তিনি ঘর বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে।
এই দম্পতির শাহিম মুহাম্মদ রাজ্য নামে একটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার ছিল রাজ্যের প্রথম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করেন পরীমণি। পদ্ম ফুলের থিমে সেজেছিলো পুরো অনুষ্ঠান। ছেলের জন্মদিনে পরীও সেজেছিলো একদম পদ্ম ফুলের মতোই। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরীমনি কত টাকা খরচ করেছেন? এই অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এতটা চাপ নিতে হতো না।’
এত টাকা সংগ্রহের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরীমনি বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি পরীমনি ও শরিফুল রাজ। কয়েকদিন ধরেই গুঞ্জন উড়ছে- এই দম্পতির সংসার ভেঙে যাচ্ছে। বিচ্ছেদের গুজবের মধ্যে ১০ জুন রাতে পরীমনির বাসায় যান রাজ। ছেলের রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে তারা একসঙ্গে কেক কাটেন। এরপর রাজ আবার বাড়ি থেকে বেরিয়ে যায়।