চৌদ্দগ্রামে ১৭৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

চৌদ্দগ্রামে ১৭৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

অপরাধ জেলা

কুমিল্লা ব্যুরো :
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ১৭৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আজ এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস ও সঙ্গীয় ফোর্সসহ রাত ২টা ৫৫ মিনিটে চৌদ্দগ্রাম থানার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া সাকিনস্থ ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়ক সংলগ্ন মেসার্স ময়নামতি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট ডিউটি করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। তবে চালক ও তার সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ ট্রাকটি তল্লাশি করে সাতটি চটের বস্তায় মোড়ানো ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *