চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আলমডাঙ্গা থানা কর্তৃক বিশেষ অভিযানে ৮ জুয়াড়ি সহ নগদ অর্থ ও জুয়া খেলার সরোঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মো: আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় জেলা পুলিশের সদস্য আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা পৌরসভাস্থ্য গোবিন্দপুর গ্রামে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রায়হান উদ্দিনের মুদির দোকানের মধ্যে হতে গ্রেফতার করেন গত বুধবার রাত ৯ টার দিকে ০৩ সেট বিভিন্ন রংয়ের তাস, নগদ ৪,২৫০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন মালামালসহ আট জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা থানাধীন নওদা বন্ডবিল গ্রামের হাসিবুলের ছেলে মানজারুল(৩৫),মজিবুর রহমানের ছেলে রাজু(২৮), মৃত ঠান্ডু রহমানের ছেলে সজল(২২),আতিয়ার রহমানের ছেলে তুহিন(২৫), আমজেদের ছেলে সাইফুল ইসলাম(৩৫) ও একই থানাধীন গোবিন্দপুর গ্রামের মৃত. আব্দুল গনির ছেলে রাসেল(২৩), ওহেদ আলী’র ছেলে ফারুক(৩২), মৃত. জুর আলীর ছেলে মামুন হোসেন(৩৩)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা নিয়মিত রুজু করা শেষে কোর্টে প্রেরণ করা হয়।