চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি (জাপানি) পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।
গতকাল দুপুর ২টার দিকে দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের দর্শনা হঠাৎপাড়া আনোয়ারপুর ৪১ নং ব্রিজের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় জাপানি ১টি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দর্শনা আনোয়ারপুর হঠাৎ পাড়া ব্রিজের নিচে আগ্নেয় অস্ত্র আছে। খবর পেয়ে থানার পরিদর্শক অপারেশন (ওসি) নিরব, সেকেন্ড অফিসার এসআই আহমেদ, এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি ও একটি বিদেশি জাপানি ১১৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।