চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫কেজি গাঁজাসহ আটক ২

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫কেজি গাঁজাসহ আটক ২

জেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জীবননগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ই মে মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার এসআই মোঃ মাহবুবুর রহমান, এসআই মোঃ মফিজুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময়য় জীবননগর থানাধীন কাশিপুর মাঠপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শহর আলী’র বসত বাড়ীর সামনে কাশিপুর-দেহাটি পাকা সড়কের উপর হতে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার মহেশপুর থানার করিঞ্চা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ হামিদুর রহমান বাবু (২৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর আশতলাপাড়া’র মোঃ নুর ইসলামের ছেলে মোঃ সাজ্জাত (২৩)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পৃথক কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলে অত্র থানা এলাকার জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান চলমান থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *