চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদর থানাধীন কুতুবপুর ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ শফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮ টার দিকে জেলার কুতুবপুর ইউনিয়নের আশানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে আলমডাঙ্গা থানার পোলবাগুনদো গ্রামের মৃত গঞ্জের আলী ছেলে মোঃ জামাল ফকির (৪৩) ও হারেজ আলী’র ছেলে সেলিম হোসেন (৩০) দ্বয়ের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদকবিরোধী অভিযান চলমান থাকবেন।
