চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মো: আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) হাদীউজ্জামান, এএসআই (নিঃ) সাজদার রহমান, এএসআই (নিঃ) তুহিন আক্তার সহ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় রাত আনুমানিক ৯ টার দিকে চুয়াডাঙ্গা থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর হতে জেলার রেলপাড়ার মৃত. নবিছউদ্দিনের ছেলে মিলন হোসেন (৩২) কে ১’ শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ শফিকুল রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদকবিরোধী অভিযান চলমান থাকবেন।