চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২২ আগস্ট মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার পাতিলা গ্রামের ঈদগাহ এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বিকেলে জীবননগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণচোরাচালান হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা গ্রামের ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে ধাওয়া করে বিজিবি। মোটরসাইকেলে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ঐ ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বেল্টের ভিতর থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লক্ষ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামী করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।