নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আরিফ বাহার (৭) চুনারুঘাট সদর ইউপির দক্ষিণ নরপতি গ্রামের শাহজাহান বাহারের পুত্র। জানা গেছে, আজ দুপুরে শিশু আরিফ সকলের অগোচরে খেলাধুলার ছলে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশু আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা।
