চীনের রাস্তায় এখন দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি

চীনের রাস্তায় এখন দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি

তথ্য প্রযুক্তি

নিজস্ব প্রতিনিধি:
চালকবিহীন গাড়ি পূর্বে শুধু সায়েন্স ফিকশনের বিষয় ছিল। কিন্তু এখন এই ধরনের গাড়ি চীনের বেইজিংয়ে ভাড়ায় পাওয়া যাচ্ছে। এই মার্চের শুরু থেকে, প্রযুক্তি জায়ান্টবাইডু ও পনি এআই যৌথভাবে স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বাজারে নিয়ে এসেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে এসব গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়া যাবে।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো চীনের রাজধানীতে এ ধরনের রোবটিক ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বেইজিংয়ের ইয়াঝুয়াং শহরতলিতে ৬০ বর্গকিলোমিটার এলাকায় ২০টি রোবট ট্যাক্সি ছেড়ে দেওয়া হয়েছে। এই সব পরিবহন দুটি কোম্পানির অ্যাপের মাধ্যমে ভাড়া করা যাবে। গত ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি চালু করেন উদ্যোক্তারা। প্রাথমিকভাবে অবশ্য নিরাপত্তার স্বার্থে চালককে গাড়িতে রাখা হয়েছিল। একটি গাড়ি দিনে ১৫টি পর্যন্ত রাইড করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *