চিত্রনায়িকা মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী মাহিয়া মাহি তার ফারিশতা রেস্টুরেন্টে বিভিন্ন বাহারি খাবারের সঙ্গে ইফতারির পসরা আয়োজন করেছেন। প্রথম রোজায়, তিনি ব্যক্তিগতভাবে রেস্তোরাঁয় উপস্থিত হন এবং গ্রাহকদের আকৃষ্ট করেন, পুরো কার্যক্রমটি তদারকি করেন।

রমজানের প্রথম দিন শুক্রবার (২৪ মার্চ) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকার ফারিশতায় তাকে দেখা যায়। মাহিয়া মাহি ফেসবুকে লাইভে ফারিশতার ইফতারের আয়োজন তুলে ধরেন। সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ বলেন, সারাদিন রোজা রেখে ইফতারের প্রস্তুতিতে আমরা (স্টাফ) ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবাই ব্যস্ত সময় কাটাচ্ছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সাথে যোগ দিলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন। সবাই ক্লান্ত হলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, খাবারের মান ঠিক রেখে কম দামে ত্রিশটিরও বেশি আইটেম দিয়ে ফারিশতার ইফতারের আয়োজন করা হয়েছে। ফারিশতার ইফতার বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *