নিজস্ব প্রতিনিধি:
চা শ্রমিকরা জনপ্রতি ১১,০০০ টাকা বকেয়া মজুরি পাবেন। গতকাল রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মালিক ও নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
পরে রাতে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্র অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চা শ্রমিকদের বকেয়া পরিশোধ সংক্রান্ত পরিস্থিতি নিরসনে বাংলাদেশি টি অ্যাসোসিয়েশন (মালিক) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (শ্রমিক) সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি চা শ্রমিকদের বকেয়া বেতন থেকে জনপ্রতি ১১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তিন কিস্তিতে এই অর্থ পরিশোধ করবেন। যার মধ্যে প্রথম কিস্তি ৭ মার্চের আগে পরিশোধ করতে হবে। বাকি দুই কিস্তি পরিশোধের সময় চা শ্রমিক ও মালিকের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. এহসান এলাহী, অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশি চা সংসদের চেয়ারম্যান শাহ আলম, মহাসচিব ড. মোজাফফর আহমেদ, কামরান টি রহমান, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীরপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
