নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় চাচাতো ভাইকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি “নুর বক্ত” পরিচয় গোপন করে রাজমিস্ত্রি সেজে দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর র্যাবের জালে গ্রেফতার হয়েছে।
গতকাল ৩১ জুলাই আনুমানিক সন্ধ্যা ১৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব-১৩ এর সহযোগীতায় রংপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সদর থানার মামলা নং-০৯, তারিখ-২৭/১১/১৯৯৩ খ্রিঃ, ধারা-৩২৩/৩০২ দন্ড বিধি। উক্ত আলোচিত চাচাতো ভাইকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘ ৩০ বছর যাবৎ পলাতক আসামি মোঃ নুর বক্ত (৩৯), পিতা-দবির উদ্দিন, সাং-জাউনিয়া, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যা মামলা রুজুর পর থেকে দেশের বিভিন্ন এলাকাসহ রংপুরের কোতয়ালী এলাকায় রাজমিস্ত্রি সেজে দীর্ঘ ৩০ বছর যাবৎ আত্মগোপন করে ছিল বলে জানা যায়।