চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। বৃক্ষমেলার মোট ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছ স্থান পায়। মেলা ঘুরে দেখা যায়, বাহারি টবে সারি সারি সাজানো দেশি-বিদেশি ফুল ও ফলের চারা। বাসা-বাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। ল্যাংড়া, ক্ষিরসাপাতসহ বিভিন্ন প্রকারের আমের চারার দেখা মিলছে মেলায়। এছাড়া ডালিয়া, গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের সমাহার। রয়েছে ঔষধি গাছের চারা। মেলাকে ঘিরে স্টলে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। পছন্দের গাছের চারা সুলভে কিনতে পেরে খুশি তারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই নার্সানিতেই নয়, বিভিন্ন মেলায় গাছের চারা বিক্রিতে উৎসাহ বাড়ছে নার্সারি মালিকদের।

কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ বলেন, ‘আমরা বন্ধুরা মিলে মেলায় এসেছি। নানা ধরনের ফুল ও ফলের চারা দেখে দারুণ লাগছে। বেশ কয়েকটি চারা কিনেছি। দামও কম, তাই ভালো লাগছে।’

এর আগে সকালে ফিতা কেটে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান প্রমুখ। এসময় বক্তারা প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে আগামী ৭ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *