চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ৬ আগস্ট রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সভায় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেনসহ অন্য সরকারি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও এ বিষয়ে করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।