চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযান

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযান

জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা, ফায়ার সার্ভিস মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর নেতৃত্বে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযান চলাকালে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অভিযান চলাকালে স্টেশন রোডের পার্শ্ববর্তী বস্তিতে হেরোইনসহ ১জন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পুলিশ, আনসার ব্যাটেলিয়নের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া, মহারাজপুর ও রামচন্দ্রপুর বাজারে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এসময় অধিক মূল্যে মুরগি বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একজন মুরগি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়। এছাড়াও অত্যাবশ্যক পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ মোতাবেক আরেক ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স না থাকায় ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *