চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুরঃ)-২ মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী (পুরঃ)-৩ মোঃ রাশেদুজ্জামান রনি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।