চাঁপাইনবাবগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকীতে এলজিইডি’র পুষ্পস্তবক অর্পণ

চাঁপাইনবাবগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকীতে এলজিইডি’র পুষ্পস্তবক অর্পণ

জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলজিইডি’র কর্মকর্তাগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *