চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জেলা

ইসতিয়াক আহমেদ হিমেল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে ছিন্নমূল, গরিব, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা চত্বরে মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান।

এসময় ইইডি’র সহকারী প্রকৌশলী-২ মোঃ আসাদুজ্জামান, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল হক, প্রভাষক হযরত আলী, গভর্নিং বডির সদস্য মোঃ হোসাইন আলী বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ডলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা প্রভাষক (ইংরেজি) মুহাম্মদ আবু বকর হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *