চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় হবে জয়” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচালনায় জেলায় অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ অভিযান।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, প্যানেল মেয়র-১ (৬নং ওয়ার্ড কাউন্সিলর) সালেহ উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ (২নং ওয়ার্ড কাউন্সিলর) জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ (সংরক্ষির আসন ১.২.৩ নারী কাউন্সিলর) নাজনাইন ফাতিমা জিনিয়াসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, মিডিয়া কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রোগের বিস্তার রোধে মশক নিধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই কার্যক্রম চলমান থাকবে।

এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ শুক্রবার এক প্রতিবেদনে জানান, গত ১ জানুয়ারি থেকে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ৫১ জন। এর মধ্যে বর্তমানে ভর্তি আছে ১৬ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৩৫ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *