ইসতিয়াক আহমেদ হিমেল, চাঁপাইনবাবগঞ্জ:
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন”- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি, রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার(২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোহাঃ আদীব আলী।
পরে আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং জেলা জজ আদালতের অডিটেরিয়ামে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাঃ আদীব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মোঃ নাজমুল আজম, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক পিন্টু।
বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনি পরামর্শ দেওয়াসহ দরিদ্রদের বিনামূল্যে আইনিসেবা প্রদান করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এসএম শহীদুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মঞ্জুর রহমান, বিচারপ্রার্থী মনিরুল ইসলাম।
আইনগত সহায়তা বিষয়ক তথ্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম। তিনি জানান, জেলায় বিনামূল্যে ৭৩৬টি মামলা চলমান রয়েছে, ১০৯টি আবেদন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। গত এক বছরে মামলা-মোকদ্দমা ছাড়াই বিভিন্ন পাওনাদারকে ৩১ লাখ ৬৯ হাজার ৩৫১ টাকা আদায় করে দেয়া হয়েছে।
এসময় আদালতের অন্যান্য বিচারকগণ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ, আইনজীবীর সদস্যগণ, বিভিন্ন এনজিও ও ব্যাংক প্রতিনিধি, জেলা বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
