আহমেদ হিমেল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় পরিদর্শন করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।
গতকাল সকালে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এমপি উপস্থিত হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরিদর্শনে ওএমএস ডিলারের মাধ্যমে দুস্থদের মাঝে যাতে সঠিকভাবে খাদ্য পৌঁছে যায় এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নিকট মতবিনিময় করেন এমপি। এসময় জেলা আওয়ামী লীগসহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।