চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারে দেশের জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি”- এর ২৩৭তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
১০ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এ শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনের প্রধান মো. মিজানুর রহমান মিজি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চাঁপাইনবাবগঞ্জে শাখা প্রধান মো. খালেকজ্জুমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি মো. মসিউল করিম বাবু, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা’র অধ্যক্ষ ড. মো. এমরান হোসেন, নবাব অটো রাইস এন্ড ফিড মিলস’র ম্যানেজিং ডিরেক্টর মো. আকবর হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকি, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন- ইসলামী ব্যাংক, পুরাতন বাজার উপশাখার ইনচার্জ মুহা. আইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী।
এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো. জাওয়াহেরুল ইসলাম।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন নিউ মার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল বাশির।