চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বিদায়ী নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান-এর বিদায় ও নবাগত নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান-এর বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন ইইডি’র সকল কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারবৃন্দ।
ইইডি’র সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ইইডি রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন।
সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিদায়ী নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান ও নবাগত নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান।
আলোচনা শেষে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক প্রদান করেন দফতরটির কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারবৃন্দ।