চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময়

জেলা

ইসতিয়াক আহমেদ হিমেল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল দুপুরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে (আম গবেষণা কেন্দ্র) এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেনÑ জেলা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাক ড. পলাশ সরকার, হর্টি কালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামানিক, সাবেক বৈজ্ঞানিক কর্র্মতা ড. জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ স্থানীয় গনমাধ্যম কর্মী, আম সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাগান মালিকরা। সভায় আম উৎপাদন, বিপণন ও রপ্তানি বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *