চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণে পরিবেশগত প্রভাব নিরূপণে সভা

চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণে পরিবেশগত প্রভাব নিরূপণে সভা

জেলা

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি :
সারা দেশের সাথে চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণের লক্ষ্যে চাঁদপুরের মেঘনায় নির্মাণ করা হবে ৮.৪ কিলোমিটার দৈর্ঘ্যের শরীয়তপুর-চাঁদপুর সেতু। ইতিমধ্যে প্রকল্পের পিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।সেতু নির্মাণ প্রকল্পে জীব বৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত প্রভাব নিরুপণের জন্য বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সচেতন মহল, সাংবাদিক ও সাধারণ জনগণের সাথে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রীজ অথরেটি (বিবিএ) সহকারি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, এনভাইরনমেন্টাল এক্সপার্ট ডা. সমর কুমার ব্যানার্জি, এনভেরনমেন্টালিস্ট ডা. তাজুল ইসলাম, বিবিএ প্ল্যান প্রজেক্টের সোশ্যালজিস্ট আইরিন নাহার, সেসিয়ো ইকোলোজিস্ট বশির আহমেদ, ডিডিসি এর ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুবুর রহমান, ১০নং লক্ষীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ উপস্থিত থেকে সার্বিক মত প্রকাশ করেন। সভার আয়োজন করেন প্রকল্পের কনসালট্যান্ট টিম। বক্তারা ইলিশের প্রজনন, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নজর রেখে সেতু নির্মাণের আহ্বান জানান।

এসময় সেতু নির্মাণের প্রভাবে পরিবেশগত প্রভাব নিরুপণে বিশেষভাবে ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনায় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *