চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলা কারাগারের জামিন প্রাপ্ত আসামি মোস্তফা মিস্ত্রি (৪০) অসুস্থতার কারণে কারাবন্দীর মৃত্যু হয়েছে।
১৪ জানুয়ারি রাত ১২ টায় জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলায় ঘোড়াধারী গ্রামের মৃত রহিম আলী মিজির ছেলে।
নিহতের স্ত্রী ও মেয়ে লিপি আক্তার জানান, মিথ্যা মামলায় ১ মাস বিশ দিন তিনি কারাগারে ছিল। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে ওনার জামিন হয়। কিন্তু জামিনের কাগজ কারাগারে না আসায় মুক্ত হননি। গতকাল হঠাৎ করে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। বিষয়টি আমাদেরকে কারাগার থেকে ফোন করে জানান কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেলা কারাগারের মেডিকেল এসিস্ট্যান্ট রাসেল আহমেদ জানান, নিহত মোস্তফা শনিবার রাত এগারোটার দিকে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।